Forum
24
bd

















1. First of all registration here 2. Then Click on Be a trainer or writer button 3. Collect your trainer or writer id card from trainer master 4. And create post here for earn money! 5. For trainer 100 tk minimum withdraw 6. For writer 500 tk minimum withdraw 7. Payment method Bkash Only
MMonir MMonir
Trainer

2 years ago
MMonir

ইসলামিক পোস্ট ও 40 টি ইসলামিক উক্তি!




“ধৈর্য এমন একটি গাছ, যার সারা গায়ে কাটা কিন্তু ফল অত্যন্ত মজাদার।”
—- আল হাদিস

“কেউ আপনার থেকে দূরে চলে যাওয়াতে অধিক চিন্তিত হবেন না। কারণ তা আল্লাহরই পরিকল্পনা ছিল।”
– [ড. বিলাল ফিলিপ্স]

“আমার ভয় হয় খ্যাতির কারণে শেষ পর্যন্ত আল্লাহর কাছে আমাদের কোনো ভালো আমলই থাকবে না।”
— আইয়্যুব আস সাখতিয়ানি রাহিমাহুল্লাহ

“নিজেই প্রতিশোধ নিও না, আল্লাহর জন্যঅপেক্ষা কর। তাহলে তিনি তোমাকে রক্ষা করবেন।”
— হযরত সুলাইমান (আঃ)

“নিচ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য।”
—- হযরত আলী (রা)

“আপনি যদি ইসলামকে চর্চা না করেন, দয়াকরে ইসলাম সম্পর্কে কিছু বলতে আসবেন না!”
—-ডা: জাকির নায়িক]

“সেক্যুলাররা যৌনতাকে প্রমোট করে, আর ইসলাম কন্ট্রোল করতে বলে। উভয়টার ফল ও পরিণতি সবার সামনে পরিস্কার।” — [শাইখ আহমাদুল্লাহ]

“রোজার মাধ্যমে আচার-আচরণ ও চরিত্র সুন্দর হয়।”
—- আল হাদিস

“পাচটি ঘটনার পূর্বে পাচটি জিনিসকে মূল্যবান মনে করবেঃ তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তোমার যৌবনকে, ব্যাধির পূর্বে স্বাস্থ্যকে, দরিদ্রতার পূবে সচ্ছলতাকে, কর্মব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পুর্বে জীবনকে।”
—- আল হাদিস

“সত্যিকার বন্ধুরাই জান্নাতে (একে অপরের) প্রতিবেশী হতে চায়।”
– [ড. বিলাল ফিলিপ্স]

“শিক্ষা অর্জনে সূদুর চীন দেশে যেতে হলে যাও।”
—- আল হাদিস

“তোমরা দ্বীনের দাওয়াত সহজ করো, কঠিন করো না। সুসংবাদ দাও, বিতশ্রদ্ধ করো না।”
—- আল হাদিস

“নারী-পুরুষের জৈবিক ভালোবাসাকে প্রমোট করতে হয় না। এটা এমনিতেই (সৃষ্টিগতভাবে) প্রমোটেড। এটাকে বরং কন্ট্রোল করতে হয়।”
—- [ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ)

“আসক্তের মতো ভালবাসবেন না, ধ্বংসাত্মকভাবে কাউকে ঘৃণা করবেন না।”
—-[উমার ইবনুল খাত্তাব ( রাঃ)

“নিশ্চই আল্লাহ তা’আলা সকল ব্যথিত ও চিন্তিত অন্তরকে ভালোবাসেন।”
— শু’আবুল ঈমান-৮৬৬

“যখন তোমারা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফিরদাউস চাইবে।”
— মুসনাদে আহমাদে

“রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়।”
—- আল হাদিস

“যে স্থানে থাকা আল্লাহ নিষিদ্ধ করেছেন সেখানে আপনার উপস্থিতি এবং যেখানে থাকতে আল্লাহ আদেশ করেছেন সেখানে আপনার অনুপস্থিতির ব্যাপারে সাবধান হোন।”
—–[আবু হাজিম (আল-হিলইয়াহ, ৩/২৩৪)]

“সর্বশক্তিমান কখনোই ঐ ব্যক্তির ভুল প্রকাশ করবেন না যে মানুষের সম্পর্কে খারাপ কথা বলা থেকে বিরত থাকে। তাই অন্যের পাপ প্রকাশ করা বন্ধ করুন।”


“রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে বেশী ঘ্রানযুক্ত।”
—- আল হাদিস

“যে রব (আল্লাহ্‌) গতকাল আপনার জন্য যথেষ্ট ছিলেন, তিনি আগামীকালও আপনার জন্য যথেষ্ট হবেন।”
— শাইখ আলী জাবের আল ফীকি হাফিযাহুল্লাহ
“সন্তান তাঁর নামে পরিচিত হবে যার শয্যায় সে ভূমিষ্ঠ হয়েছে।”
—- আল হাদিস

“তাওহীদ হলো সমস্ত দোয়া, সমস্ত কান্নাকাটি, সাহায্য চেয়ে সমস্ত আবেদন, সমস্ত আশা এবং সকল কল্যাণের আগমন ও সকল ক্ষতি নিবারণের জন্য প্রার্থনা অন্য কেউ নয় বরং কেবলই আল্লাহর উদ্দেশ্যে হতে হবে।”
—– [ইমাম মুহাম্মাদ আলী আশ-শাওকানী (আল দূর আল-নাদিদ)

“দুনিয়া অর্জন নয়, দুনিয়া বিমুখীতাতেই রয়েছে দেহ ও মনের প্রশান্তি।”
—- [উমার ইবনুল খাত্তাব (রা)

“সত্য লোকের নিকট অপ্রিয় হইলেও তাহা প্রচার কর।”
—- আল হাদিস

“দুনিয়াতে পরিচিত হওয়াই প্রকৃত খ্যাতি নয়। আসল খ্যাতি হলো আসমানে পরিচিতি পাওয়া।”
— বইঃ নবীজির সাথে

“রমজান আল্লাহর ইবাদতের এক অভূতপূর্ব ট্রেনিং স্বরুপ।”
—- আল হাদিস

সত্য নিয়ে ইসলামিক উক্তি

“এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে।”
—- আইনস্টাইন

“অন্যকে দাওয়াত দিতে গিয়ে নিজেকে ভুলে যাবেন না। কারণ পরিবর্তন নিজেকে দিয়েই শুরু করতে হয়।”
—- [ড. বিলাল ফিলিপ্স]

“যে ব্যক্তি জুমু’আহর দিনে সূরা কাহাফ পাঠ করবে, তাঁর ঈমানের নূর এক জুম’আহ হতে আরেক জুমু’আহ পর্যন্ত বিচ্ছুরিত হতে থাকবে।”
— সহীহ আত-তারগীব হা/৭৩৬

“পৃথিবীর জীবনটা তিনটি দিনের– গতকালের দিনটিতে যা করা হয়েছে সেগুলো নিয়ে সেটি চলে গেছে; আগামীকালের দিনটিতে হয়ত আপনি না-ও পৌছতে পারেন; কিন্তু আজকের দিনটি আপনার জন্য সুতরাং যা করার আজই করে নিন।”
—-[ইমাম আল-হাসান আল-বাসরী (রহ)]

“ধনের যদি সদ্ব্যবহার করা হয়, তবে ইহা সুখের কারণ এবং সদুপায়ে ধনবৃদ্ধি করিতে সকলেই বৈধভাবে চেষ্টা করিতে পারে।”

—- আল হাদিস
“যে বিপদ-আপদ ও মুসিবত আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয়, তা সেই রাহমাতের চাইতে উত্তম যা আপনাকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে দেয়।”
—-[ ইমাম ইবনে তাইমিয়া (রাহিমাহুল্লাহ)]

“যে-ব্যক্তি বাক্যে কর্মে ও চিন্তায় সত্য নয়, সে প্রকৃত প্রস্তাবে সত্যনিষ্ঠ নহে।”
—- আল হাদিস

“বুদ্ধিমান ঐ ব্যক্তি, যে নিজের হিসাব গ্রহন করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। আর অক্ষম (নির্বোধ) ঐ ব্যক্তি, যে প্রবৃত্তির অনুসরন করে আর আল্লাহ তা’আলার কাছে অযৌক্তিক আশা করে।”
— জামে তিরমিযী ২/৭২

“সত্যবাদীরা সুকর্মের পথ দেখায় আর সুকর্ম বেহেশতের পথ দেখায়।”
—- আল হাদিস

“রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়।” —- আল হাদিস

“যখন অনেক উঁচু স্তরে পৌঁছে যাও তখন নিচের দিকে তাকাও যেন দেখতে পাও কারা তোমাকে এ পর্যায়ে পৌঁছতে সাহায্য করেছে। আর আকাশের দিকে তাকাও যেন আল্লাহ তোমার পদযুগল স্থির রাখেন। অর্থাৎ যেন আল্লাহ তোমার এ মর্যাদা ধরে রাখেন। অভ্যাসকে জয় করাই পরম বিজয়।”
—- হযরত আলী (রঃ)

“যদি আপনি রোগাক্রান্ত হন, তবে এই রোগ সেই সত্তার কাছ থেকেই এসেছে, যিনি আপনাকে ভালোবাসেন।”
— বইঃ বিপদ যখন নিয়ামত ২

“এখনকার তরুণদের সমস্যা হলো, তারা যখনই নতুন কিছু শিখে তখনই মনে করে তারা সব জেনে ফেলেছে।”
—– [মুহাম্মাদ নাসিরুদ্দিন আল-আলবানি
(রাহিমাহুল্লাহ)(সিলসিলাত-উল-হুদা ওয়ান-নূর, পৃ ৮৬১)]

“সে ব্যক্তি মুমিন নয় যে নিজে তৃপ্তি সহকারে আহার করে, অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে।”
—- আল হাদিস

“নিশ্চয়ই একজন লোকের কোন কাজ ছাড়া অযথা বসে থাকা দেখতে আমি ঘৃণা করি, যখন সে দুনিয়ার জীবনের জন্য কোন কাজ করছে না, এমনকি আখিরাতের জন্যও কিছু করছে না।”

—– [আবদুল্লাহ ইবনে মাস’উদ (রাদিয়াল্লাহু আনহু)]
“নিশ্চয়ই আল্লাহ তা’আলা তাঁকে নিরবে ডেকে যাওয়া বান্দাদের হতাশ করেন না।”
—-[ড. বিলাল ফিলিপ্স

“সবচেয়ে উপকারী একটি ঔষধ হলো (দোয়া করতে থাকা) লেগে থাকা।”
— আল জাওয়াবুল কাফী, ১১

“নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর উপর ভরসা করুন। কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালো জানেন।”
— [ড. বিলাল ফিলিপ্স]



×

Alert message goes here

Plp file


Category
Utube fair

pixelLab দিয়ে নিজের নাম ডিজাইন ও Mocup

Paid hack

App link topup